ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে তিন ব্যবসায়ীকে জরিমানা

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১১

জয়পুরহাটে তিন ব্যবসায়ীকে জরিমানা
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে মেয়াদ উত্তীর্ণ বীজ ও লাইসেন্স ছাড়াই সার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের কলেজ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করে।

হাবিবুল হাসান জানান, আক্কেলপুর পৌর শহরের কলেজ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ বীজ ও লাইসেন্সবিহীন সার বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করে আসছে এমন সংবাদ আসে তাদের কাছে। এমন সংবাদে মেসার্স কৃষি বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী ইয়াছিন আলীকে ২০ হাজার, লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে মেসার্স হাবিব ট্রেডার্স স্বত্বাধিকারী আহসান হাবিবকে ১০ হাজার ও মেসার্স কহিনুর ট্রেডার্স স্বত্বাধিকারী আতোয়ার হোসেনকে ১০ হাজারসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় সকল বীজ ও সার ব্যবসায়ীকে সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান ইউএনও।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত