ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২১, ১০:৪৮  
আপডেট :
 ২১ জুন ২০২১, ১১:১২

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
ছবি- সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

সোমবার সকাল ৯টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নম্বর বুথে ইভিএম এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর পদে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলেন, আমি প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। খুবই সুন্দর একটি পদ্ধতি ও এতে ঝামেলা কম। এখানে ভোট নষ্ট হওয়ার কোনো সুয়োগ নাই। ভোট শেষে খুব দ্রুতই আমরা ফল পেয়ে যাবো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেতাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। গত ১২ বছরে এ পৌরসভার যে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ আমাদের পাশেই থাকবে। এবারো এখানে নৌকা জিতবে বলে আমি আশা রাখি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফ আফজাল জানান, ৫নং ওয়ার্ডের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমন্ত্রী মহোদয় সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

আরো পড়ুন- লক্ষ্মীপুর-২ আসন ও ২০৪ ইউপিতে ভোট চলছে

বাংলাদেশ জার্নালে/এমএ

  • সর্বশেষ
  • পঠিত