ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুন ২০১৯, ১৩:০৮

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এ তিন পার্বত্য জেলায় ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪০শ জন শিক্ষক তাদের চাকরি জাতীয়করণ করে গেজেট প্রকাশের দাবি করেছেন।

শনিবার সকালে রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এ সময় শিক্ষকরা বলেন, ২০০৯ সালে ইউএনডিপি, সিএইচটিডিএফ এর স্থাপিত প্রাথমিক বিদ্যালয়গুলো বর্তমান সরকার ২০১৭ সালে জাতীয়করণ ঘোষণা করেন। কিন্তু ঘোষণার দুই বছর অতিক্রম হয়ে গেলেও জাতীয়করণ করা হয়নি বিদ্যালয়গুলোর শিক্ষকদের চাকরি। ফলে তারা পাচ্ছেন না সরকারি কোন বেতন ভাতা।

বিগত ৫ বছরের অধিক সময় ধরে বিনা বেতনে শিশুদের পড়াচ্ছেন এসব শিক্ষকরা। এসব বিদ্যালয়ে ১২ হাজার অধিক শিশু পড়াশুনা করছে বলে জানান শিক্ষক নেতারা।

সংবাদ সম্মেলনে তিন পার্বত্য জেলা থেকে আসা প্রায় দেড়শ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষক কমিটির আহ্বায়ক অরুন কুমার তঞ্চঙ্গ্যা, সদস্য সচিব প্রশান্ত ত্রিপুরা, সদস্য উচহাই মার্মা, সুতিল ত্রিপুরা, শ্যামল বিশ্বাসসহ আরো অনেকে ।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত