ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

গরীব-সুন্দরী ছাত্রীরাই ছিল সিরাজের টার্গেট

  ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ০১:১৯

গরীব-সুন্দরী ছাত্রীরাই ছিল সিরাজের টার্গেট

অধ্যক্ষ সিরাজ উদ দৌলা মাদ্রসার গরিব পরিবারের সুন্দরী এবং উপেক্ষাকৃত কম মেধাবী ছাত্রীদের টার্গেট করতেন। উপবৃত্তির টাকা ও পরীক্ষার আগেই প্রশ্ন দেবেন বলে মেয়েদের কাছে টানার চেষ্টা করতেন। মেয়েদের কাছ থেকে ফায়দা লোটার চেষ্টার করতেন।

বুধবার (১৭ জুলাই) সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক খুজিস্তা খানম তার জবানবন্দিতে এসব কথা বলেন।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় দায়ের হওয়া মামলায় এদিন আরও তিনজন সাক্ষ্য দেন। এরা হলেন, মাদ্রাসার আয়া বেবী রাণী দাস, নুসরাতের সহপাঠী আকলিমা আক্তার ও কায়সার মাহমুদ।

খুজিস্তা খানম আরও বলেন, ২০০০ সালে যোগ দেওয়ার পর থেকে অধ্যক্ষ সিরাজ নিয়মিত ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। আমি প্রতিবাদ করায় তিনি আমাকেও হেনস্থা করেছেন। অনেক ছাত্রী নির্যাতনের শিকার হলেও আমাদের মুখ বুঁজে থাকতে হতো। সিরাজ উদ দৌলা ছাত্রীদের তার কক্ষে ডাকলে আমরা একা যেতে নিষেধ করতাম। দলবদ্ধ হয়ে যেতে বলতাম।

তিনি বলেন, অধ্যক্ষ সিরাজ যেন সহজেই ছাত্রীদের শ্লীলতাহানী করাতে পারেন, সেই কারণে তার অফিস করেছিলেন সাইক্লোন শেলটার সেন্টারের দোতলায়। আর তার কক্ষের পাশে ছাত্রীদের শ্রেণিকক্ষ করেছেন। তিনি সব সময় ছাত্রীদের তার কক্ষে একা যেতে বলতেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত