ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২০, ২১:৩১

শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সরকারি নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খোলা রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় দেশব্যাপী ৩৩ লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

শিক্ষামন্ত্রী বলেন, বন্ধের সময় শিক্ষার্থীরা ঘরে থাকবে। একা বাইরে যেতে পারবে না। তাদের ঘরে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে অভিভাবকদের। যে উদ্দেশ্যে এই সিদ্ধান্ত, সেটি সফল করতে হলে শিক্ষার্থীদের ঘরে থাকতে হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ মানছে না, এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামীকাল ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। কাজেই বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলা রাখার কোনো সুযোগ নেই।’

‘করোনা ভাইরাস মোকাবিলায় মুজিববর্ষের নানা আয়োজন সংকোচন করে আনা হয়েছে। জনসমাগম কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আজ এখানে (সংসদ ভবন এলাকায়) ১০০ জন শিক্ষার্থীকে দিয়ে বৃক্ষরোপণ করানোর কথা ছিল। কিন্তু আমরা ২৫ জন শিক্ষার্থী নিয়ে করছি। আমরা এতকিছু করছি, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলা থাকবে, এটা মেনে নেওয়া হবে না।’

  • সর্বশেষ
  • পঠিত