ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

এমপিওভুক্ত হলেন আরও ৬২ শিক্ষক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২০, ০৯:২৮

এমপিওভুক্ত হলেন আরও ৬২ শিক্ষক

প্রাণঘাতী করোনা আতঙ্কের মাঝেও সুসংবাদ পেলেন ৬২ জন শিক্ষক। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এসব শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। চলতি মার্চ মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূত্র মতে, এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৭ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৪৫ জন শিক্ষক রয়েছেন।

জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৯ম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৬২ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা

  • সর্বশেষ
  • পঠিত