ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ইবিতে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক কর্মশালা

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ২০:২৮

ইবিতে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক কর্মশালা
গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক দিনব্যাপী কর্মশালা। ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে এটির আয়োজন করে ইবি রোভার স্কাউট গ্রুপ।

কর্মশালায় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান, বিএনসিসি'র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনসহ রোভার স্কাউট গ্রুপের অর্ধশতাধিক সদস্যবৃন্দ। সংগঠনটির সাধারণ সম্পাদক এসএএইচ ওয়ালিউল্লাহ'র সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিকসেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত