ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ডাকসু‌ নির্বাচ‌ন

সা‌বেক ছাত্র‌নেতা‌দের কার্যকর ভূ‌মিকা পাল‌নের নি‌র্দেশনা

  নিজস্ব প্র‌তি‌বেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১

সা‌বেক ছাত্র‌নেতা‌দের কার্যকর ভূ‌মিকা পাল‌নের নি‌র্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যা‌নেল‌কে বিজয়ী কর‌তে সংগঠনের সাবেক নেতাদের কার্যকর ভূমিকা পাল‌নের নিদর্শনা দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সা‌বেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃ‌ন্দের সা‌থে ডাকসু নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় ওই নিদের্শনা দেওয়া হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনে ছাত্রলী‌গের দায়িত্ব প্রাপ্ত নেতা জাহাঙ্গীর কবির নানক সভার সভাপ‌তিত্ব ক‌রেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষনার পরে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অছাত্রদের আনাগোনা শুরু হয়েছে। ছাত্রদলের অছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাগাড়ম্বর করছে। প্রধানমন্ত্রী চান ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের সৃষ্টি হোক, সেটা আমরাও চাই। স্থানীয় পর্যা‌য়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, ছাত্রলীগের সাবেক নেতারা ঐক্যবদ্ধ ভাবে তাদের কাছে ভোট চাইতে হবে।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ছাত্র রাজনীতির ইতিবাচক দিক বিবেচনা করেই ডাকসুতে জয় পেতে হবে ছাত্রলীগকে। আগে রাজনীতিতে জিততে হবে, তাহলেই ডাকসুতে জয় পাওয়া সম্ভব। রাজনীতিতে না জিততে পারলে ভোট জেতা যায় না। এক দিকে শেখ হাসিনার আকাশচুম্বি জনপ্রিয়তা অপর দিকে শেখ হাসিনা রিবোধী শক্তির নানা ষড়যন্ত মোকাবেলা করতে হবে। রাজনীতির অশুভ শক্তির বিরুদ্ধে ইতিবাচক রাজনীতির মাধ্যমে ডাকসুতে জয় লাভ করতে হবে।

ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০ ভাগ ছাত্র হলে থাকে, আর চল্লিশ ভাগ ছাত্র ঢাকা শহর ও আশে পাশের শহরে থাকে। ছাত্রলীগের সাবেক নেতাদের তাদের সঙ্গে সেতুবন্ধন সৃষ্টি করতে হবে। প্রত্যেক হলে এলামনাই আছে, বিভাগ এলামনাই আছে, জেলা সমিতি আছে তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।

সাবেক ছাত্রলীগ নেতা সুভাস সিংহ রায় বলেন, ছাত্রলীগের সাবেক ও বর্তমান যারা রয়েছে তারা একত্রিত হলে কেউ ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলকে হারাতে পারবে না।

ছাত্রলীগের সাবেক নেতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ক্যম্পাসে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। ডাকসুতে আমাদের বিজয় নিশ্চত করতে হবে। ছাত্রলীগের সাবেক ছাত্র নেতারা স্বপ্রণোদিত হয়ে ডাকসুতে ছাত্রলীগকে বিজয়ী করতে, কাজ করে যেতে হবে।

তি‌নি ব‌লেন, শেখ হাসিনার কল্যাণে ক্যম্পাসে ছাত্রনেতাদের মাস্তানির দিনশেষ। ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ইতিবাচক রাজনীতির ধারায় ফিরিয়ে এনেছে। সাধারণ শিক্ষার্থীদের সমস্যায় সবার আগে ছাত্রলীগ এগিয়ে আসে। সুতরাং ছাত্রলীগ ডাকসুতে বিজয় অর্জন করবে বলে আমরা আশা করি।

সাবেক সভাপতি বাহাদুর বেপারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ভোটারের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, হল শাখা, অনুষদ শাখা ও বিভাগ শাখা নিয়ে প্রায় দশ হাজারেরও বেশি ছাত্রলীগের লিষ্টেড পদধারী নেতাকর্মী আছে। সুতরাং ঐক্যবদ্ধ ছাত্রলীগকে কেউ ডাকসুতে হারাতে পারবেনা।

এছাড়া ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাবেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, আওয়ামী লীগের তথ্য প্রযুক্ত সম্পাদক আফজাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, সাবেক সাধারণসম্পাদক মাহফুজুল হায়দার রোটন, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ ছাত্রলীগের সাবেক নেতারা।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত