ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

তিতুমীর কলেজে আসছে উচ্চগতির ইন্টারনেট

  জিটিসি প্রতিনিধি

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ২২:২০

তিতুমীর কলেজে আসছে উচ্চগতির ইন্টারনেট

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার ক্যাম্পাসে বিটিসিএল কর্মীদের কাজ করতে দেখা যায়। এক প্রশ্নের জবাবে কর্মরত এক শ্রমিক বলেন, ‘আমরা হাইস্পিড ব্রডব্যান্ড কানেকশন স্থাপনে কাজ করছি।’

সাইট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেলিকমিউনিকেশন বিষয়ক সংস্থা বিটিসিএলের অধীনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ গতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন দেওয়া হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৪৪টি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই নেট কানেকশন দেওয়া হচ্ছে। আমার টিম নিয়ে সরকারি তিতুমীর কলেজে কাজ করছি। এই হাইস্পিড ব্রডব্যান্ডের ওয়াইফাই ৩০০ মিটার এরিয়ায় সার্ভিস দিবে। যা দিয়ে সমগ্র ক্যাম্পাসে ওয়াইফাই জোন করা সম্ভব।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা আইসিটি বিষয়ক একটি কমিটি গঠন করেছি। কম্পিউটার ল্যাব ছাড়াও সমগ্র ক্যাম্পাস ফ্রি ওয়াইফাই জোন হবে কিনা, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে সুপারিশ করবে। ভবিষ্যতে আমাদের ই-লাইব্রেরি গঠনেরও পরিকল্পনা আছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত