ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ফারুকী ও মহেশ ভাটের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪২

ফারুকী ও মহেশ ভাটের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

রাজধানীর গুলশানে ঘটে যাওয়া বহুল আলোচিত ঘটনা হলি আর্টিসান হামলা নিয়ে কোনো প্রকার চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র বা নাটক নির্মাণ না করতে ভারতীয় চলচ্চিত্রকার মহেশ ভাট ও বাংলাদেশের নির্মাতা মােস্তফা সরয়ার ফারুকীকে লিগ্যাল নােটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পাঠিয়েছে ল’ ফার্ম ‘লিগ্যাল কাউন্সিল’। গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ‘লিগ্যাল কাউন্সিল’র ব্যারিস্টার মিতি সানজানা এবং ব্যারিস্টার ওমর এইচ খান। তাদের প্রতিষ্ঠান ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’র পক্ষ থেকে এই নোটিশ দেয়া হয়েছে।

মিতি সানজানা বলেন, ‘আমরা এই নোটিশটি পাঠিয়েছি বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ শনিবার বিকেল সিনেমার বাংলাদেশি প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও জার্মানের প্রযোজক টেন্ডেম প্রডাকশনকে। সেই সঙ্গে ভারতের তিন চলচ্চিত্রকার মহেশ ভাট, অগ্নিদেব চ্যাটার্জি ও গুলপানাংকেও নোটিশ দিয়েছি।

তাদের মধ্যে গুলপানাং জবাব দিয়েছেন নোটিশ পেয়েই। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে, হলি আর্টিসান নিয়ে কোনোরূপ নির্মাণ থেকে বিরত থাকবেন। আশা করছি অন্যরাও বিষয়টি বিবেচনা করবেন।’

এদিকে ব্যারিস্টার ওমর এইচ খান বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে ২০১৬ সালে তা মর্মান্তিক। প্রিয়জন হারিয়েছেন যারা তাদের জন্য এটা অপূরণীয় ক্ষতি। তাদের বিরক্ত করে বা শুকাতে যাওয়া শোকের স্মৃতি মনে করিয়ে দেয়াটা অমানবিক। সেই সঙ্গে এ ঘটনা নিয়ে কোনো রকম চলচ্চিত্র প্রকাশ হলে সেটি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবে। হলি আর্টিসানে হামলা নিয়ে কোনো রকম নির্মাণ না করার জন্য অনুরোধ করছি আমরা।’

এদিকে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ হওয়া নোটিশে বলা হয়েছে, ‘মিসেস রুবা আহমেদ গত ১ জুলাই ২০১৬ এর হলি আর্টিসানের মর্মান্তিক দূর্ঘটনায় তার একমাত্র সন্তান মরহুমা অবিন্তা কবিরকে হারিয়েছেন। অবিন্তার মর্মান্তিক মৃত্যুর পর কয়েকজন নির্দেশক/প্রযোজক মিসেস রুবা আহমেদের সাথে যোগাযোগ করে হোলি আর্টিসানের কাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দেন। মিসেস রুবা আহমেদে সে সব নির্দেশককে স্পষ্টভাবে তার তীব্র আপত্তিজ্ঞাপন করেন।

অবিন্তা কবির ছিলেন তাদের একমাত্র সন্তান এবং বেদনাদায়ক মৃত্যু তার পরিবারের সদস্যদের জীবনকে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাপন করছেন। সবার কাছে যা কেবল একটি নির্মম হত্যাকাণ্ড, তা অবিন্তার মা এবং তার পরিবারের জন্য এক চরম দুর্ভাগ্য এবং নির্মম সত্য, যা তারা প্রতিনিয়ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বয়ে চলেছেন।’

সেখানে আরও বলা হয়েছে, ‘হলি আর্টিসানকে কেন্দ্র করে কোনোরূপ মিডিয়া নির্মাণের মাধ্যমে সে সব ঘটনা আবার জনগণের মাঝে প্রচার করলে, তা কেবল সেই দুর্ঘটনার করুণ এবং কষ্টদায়ক স্মৃতিগুলােকেই আবার জাগিয়ে তুলবে, যা অবিন্তার মা এবং তার পরিবার প্রতিনিয়ত ভুলে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

সম্মানিত প্রযোজক, পরিচালক, অভিনেতা, কলাকুশলী, মিডিয়া সংস্থা, মিডিয়া বিতরণকারী সংস্থা, লেখক, ক্লিপ-লেখকদের হোলি আর্টিসান ঘটনাকে তুলে ধরে বা এমন কোনো চরিত্রকে বর্ণনা করে যার সাথে অবিন্তা কবিরের প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ সাদৃশ্যতা রয়েছে, সেই রূপ যেকোনো ধরনের পূর্ণ বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিফিল্ম, নাটক, নাটিকা, উপন্যাস, গল্প, ইত্যাদির রচনা, প্রযোজনা, পরিচালনা, বিতরণ, বিপণন, উপস্থাপন, প্রকাশনা, অভিনয় ইত্যাদি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। তা সত্ত্বেও যদি কেউ এমন কোনো কাজে লিপ্ত হন, তাহলে সব লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আইএন

  • সর্বশেষ
  • পঠিত