ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ভালো কিছুই হবে না : জোভান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১২:০৯

ভালো কিছুই হবে না :  জোভান

দেশের করোনা পরিস্হিতিতে এখন সবাই গৃহবন্দী হয়ে রয়েছেন। ঘরে বসেই সময় কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান। গৃহবন্দীর এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন।

জোভান জানান, বাসায় থাকার কারণে সময়টা বেশ ভালোই যাচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি, গল্প করছি, টেলিভিশন দেখছি। খারাপ লাগছে না।

সবাইকে সচেতন থাকার কথা জাবিয়ে তিনি বলেন, এখনও সময় আছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। কয়েকটা দিন সতর্কতার সঙ্গে ঘরে থাকলেই এ দুর্যোগ মোকাবিলা করা আমাদের জন্য সহজ হবে। নাহলে এর ভয়াবহতা মারাক্তক রূপ নেবে। যদি ঘরে থাকতে থাকতে একঘেয়ামি চলে আসে, ইউটিউবে নাটক দেখুন, বই পড়ুন। তাও অযথা রাস্তায় ঘোরাঘুরি করার দরকার নেই।

বর্তমান পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আন্দাজ করা মুশকিল। হয়তো শিগগিরই ঠিক হবে। তবে এর প্রভাব কিন্তু রয়ে যাবে। বিশেষ করে শোবিজ অঙ্গনে। এই সময়টা নাটকের মৌসুম। কিন্তু এখন শুটিং লোকেশনগুলো শূন্য। আমরা ঘরে বসে আছি। যদি এ মাসেও এ অবস্থার উন্নতি না হয়, আগামী মাসে গিয়ে কয়টা নাটক বানানো যাবে? হয়তো তাড়াহুড়া করে হাতে গোনা কয়েকটা নির্মাণ হবে। আদতে ভালো কিছুই হবে না।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত