ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মদ্যপানের জন্যই প্রথম বিবাহ টেকেনি জাভেদ আখতারের

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১১:১৫

মদ্যপানের জন্যই প্রথম বিবাহ টেকেনি জাভেদ আখতারের
ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার! শাবানা আজমির সঙ্গে তার দাম্পত্য জীবন চার দশকের। তাহলে কেন প্রথম বিবাহ টেকেনি গুণী এই শিল্পীর? এ নিয়ে বলিউডে রয়েছে নানা গুঞ্জন। তবে, এবার প্রাক্তন স্ত্রী হানি ইরানির সঙ্গে বিবাহবিচ্ছেদের নেপথ্য কারণ নিজেই জানালেন জাভেদ। এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

১৯৭২ সালে চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন জাভেদ। কিন্তু ১১ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। হানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের অবনতির নেপথ্য নিজের সুরাপানের আসক্তিকে দায়ী করেছেন জাভেদ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘২০ বছর বয়সে আমি মদ্যপান শুরু করি। ৪২ বছর বয়সে সেই অভ্যাসে ইতি টানি। প্রতিদিন এক বোতল মদ শেষ করতাম। কারণ উর্দু কবিদের মধ্যে এই অভ্যাসের প্রচলন ছিল আর আমিও সেটা অনুসরণ করতাম। এখন বুঝি ভুল করেছিলাম।’’

জাভেদ আরও জানান, মদ্যপানের পর নিজের উপর তার আর নিয়ন্ত্রণ থাকত না। তার কথায়, ‘‘মদ্যপানের পর আমি তখন অন্য মানুষ। খারাপ ভাষায় কথা বলতাম। হানির সঙ্গে বৈবাহিক সম্পর্কেও সেটা প্রভাব ফেলেছিল।’’ জাভেদের মতে, তিনি যদি মদ্যপানে আসক্ত না হতেন তা হলে হানির সঙ্গে তার সম্পর্ক অন্য রকম হত।

উল্লেখ্য, ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ। তবে, এখনও তিনি হানির সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই চলেছেন। হানি ও জাভেদের সন্তান ফারহান আখতার ও জোয়া আখতার। জাভেদ জানান, শাবানাকেও একটা সময় পর্যন্ত তার মদ্যপ সত্তাকে ‘সহ্য’ করতে হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে সুস্থ জীবন যাপনের জন্যই মদ্যপানকে বিদায় জানান জাভেদ।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত