ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শুভ জন্মদিন হানিফ সংকেত

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:০৯  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০১৮, ১৯:০৫

শুভ জন্মদিন হানিফ সংকেত

বাংলাদেশের বিনোদোন জগতের অনন্য নাম হানিফ সংকেত। উপস্থাপনা, পরিচালনা, লেখা ও প্রযোজনা দিয়ে তিনি জয় করেছেন কোটি মানুষের মন। ‘ইত্যাদি’র মতো অনুষ্ঠানের উপস্থাপনা করে তিনি নিজেকে দেশের নন্দিত উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বরেণ্য এই ব্যক্তিত্বের জন্মদিন আজ। শুভ জন্মদিন হানিফ সংকেত।

১৯৫৮ সালের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম অংশ নেন। তার পরিচালিত ও উপস্থাপিত অনুষ্ঠান ইত্যাদিতে তিনি সামাজিক অসঙ্গতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরেন।

কিছুটা রম্যভাবে তিনি সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও তার বিরোধিতা করে সামাজিক করণীয় তুলে ধরেন। হানিফ সংকেত নিজের কাজের ব্যাপারে খুব সচেতন একজন মানুষ। ক্যামেরার সামনে খুব বেশি এলেই যে তারকা বা ব্যক্তিত্ব হওয়া যায় না তার উৎকৃষ্ট উদাহরণ হানিফ সংকেত।

নাটকেও সিদ্ধহস্ত হানিফ সংকেত। তার পরিচালিত জনপ্রিয় নাটকের মধ্যে ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’, ‘কুসুম কুসুম ভালোবাসা’, ‘শেষে এসে অবশেষে’ উল্লেখযোগ্য।

লেখক হিসেবেও সুনাম রয়েছে হানিফ সংকেতের। বেশ কয়েকটি ব্যঙ্গ ও রম্য রচনা লিখেছেন তিনি। এর মধ্যে ‘চৌচাপটে’, ‘এপিঠ ওপিঠ’, ‘ধন্যবাদ’, ‘অকাণ্ড কাণ্ড’, ‘খবরে প্রকাশ’, ‘ফুলের মতো পবিত্র... ’, ‘প্রতি ও ইতি’, ‘আটখানার পাটখানা’ অন্যতম।

সামাজিক কার্যক্রমের জন্য ২১ ফেব্রুয়ারি ২০১০ সালে একুশে পদক পুরস্কার পান হানিফ সংকেত। এছাড়া পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক দেয়া হয় তাকে। এর বাইরে তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত