ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দেবের প্রথম

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২

দেবের প্রথম

সময়টা ২০১৭ সাল। একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল টালিউডে। কারণ মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’। নতুন অধ্যায় শুরু করেছিলেন দেব। প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করেছিলেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘ককপিট’, ‘কবীর’, ‘হইচই আনলিমিটেড’ এর মতো ছবির প্রযোজনা করেছেন তিনি। কখনও কমলেশ্বর মুখোপাধ্যায়, কখনও বা অনিকেত চট্টোপাধ্যায় পরিচালকের দায়িত্ব সামলেছেন।

সদ্য প্রযোজক হিসেবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এবং ‘পাসওয়ার্ড’ নতুন দু’টি ছবিরও ঘোষণা করেছেন। কিন্তু প্রযোজক হিসেবে পুরস্কার? না! এতদিন মুকুটে সে পালক লাগেনি। তবে এবার এল। প্রযোজক হিসেবে বৃহস্পতিবার মুম্বাইতে আইআইএফটিসি অ্যাওয়ার্ড পেলেন দেব। দেড় বছরে প্রথম বার।

মাত্র দেড় বছর হল প্রযোজনা শুরু করেছেন। কিন্তু এর মধ্যেই চেনা ছকের বাইরে গিয়ে ছবি করেছেন দেব। ঝুঁকি নিয়েছেন কনটেন্ট নিয়েও। একথা মেনে নেন টালিউড মহলের একটা অংশ। সেই কাজের পুরস্কারে স্বভাবতই খুশি দেব।

‘খুবই সম্মানিত মনে হচ্ছে। আমার দর্শকের আশীর্বাদ এবং শুভাকাঙ্খীদের ভালবাসা ছাড়া এটা সম্ভব হত না’ শেয়ার করলেন নায়ক।

বাংলাদেশ জার্নাল/এএ

  • সর্বশেষ
  • পঠিত