ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চলে গেলেন নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০১৯, ২৩:০৩

চলে গেলেন নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন

একুশে পদক পাওয়া বরেণ্য নজরুলসংগীত শিল্পী ও সংগীতগুরু খালিদ হোসেন (৮৪) মারা গেছেন। বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.১৫ মিনিটে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ হোসেন।

বৃহস্প‌তিবার পৈত্রিক বা‌ড়ি কু‌ষ্টিয়ার কোটপাড়ায় তা‌কে দাফন করা হ‌বে ব‌লে জানান আসিফ।

গবেষক ও স্বরলিপিকার খালিদ হোসেন অনেকদিন ধরেই হৃদরোগে ভুগছেন। তার কিডনি প্রায় অকার্যকর হয়ে পড়েছিলো। ফুসফুসেও সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ছিলো।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্ম খালিদ হোসেনের। পাঁচ দশক ধরে বাংলাদেশে নজরুল গীতির শিক্ষক, গবেষক ও শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।

এ পর্যন্ত তার ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘চম্পা নদীর তীরে’। এ ছাড়া তার ১২টি ইসলামী গানের অ্যালবামও রয়েছে।

নজরুল সংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পান খালিদ হোসেন।

এনএইচ/এএ

  • সর্বশেষ
  • পঠিত