ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় প্রাণ গেলো কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপকের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২০, ০৮:৫২  
আপডেট :
 ২৮ মে ২০২০, ০৯:২১

করোনায় প্রাণ গেলো কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার

করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী জানান, বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন। এর আগে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৭ জন ব্যাংকার করোনায় মারা যান। এছাড়া একজন ব্যাংক পরিচালকও করোনায় মারা গেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: করোনায় জরুরি প্রয়োজনে যোগাযোগ

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত করোনায় প্রায় ৬০ জন ব্যাংকার আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কর্মকর্তারা।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত