ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

র‍্যাব-৯ এ করোনার হানা, ১৩ সদস্য আক্রান্ত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২০, ২৩:০৫  
আপডেট :
 ২৯ মে ২০২০, ২৩:১৪

র‍্যাব-৯ এ করোনার হানা, ১৩ সদস্য আক্রান্ত

সিলেটে এবার র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-৯ এর ১৩ সদস্যের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসক, পুলিশ, ব্যাংকার ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এই প্রথম র‍্যাব-৯ এর সদস্যও করোনায় আক্রান্ত হলেন।

শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার আমাদের ১৬ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, তাদের মধ্যে কয়েকজনের করোনা উপসর্গ জ্বর-সর্দি ছিলো। তবে বাকীদের মধ্যে কোন উপসর্গ নেই।

এদিকে সিলেটে নতুন করে আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে ব্যাংকার-সরকারি কর্মকর্তাও রয়েছেন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, কানাইঘাটের ৪ জন, জকিগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের ৩ জন, গোলাপগঞ্জের ১ জন এবং জৈন্তাপুরের ১ জন বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত