ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

দিল্লির জন্য হৃদয়টা খুব কাঁদছে মমতার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

দিল্লির জন্য হৃদয়টা খুব কাঁদছে মমতার

দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে এক পুলিশ ও শিশু রয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ২০০ জন।

দিল্লির এমন সহিংসতায় হৃদয়টা খুব কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই জানিয়েছেন তিনি। বুধবার মন্দিরে গিয়ে দিল্লির ভাই-বোনদের জন্য প্রার্থনাও করলেন তিনি।

আরও পড়ুন: এখনও উত্তপ্ত দিল্লি, নিহতের সংখ্যা বেড়ে ২৩

মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মমতা বলেন, মানুষে মানুষে ভেদাভেদ নয়, বিভেদ নয়। সব মানুষ শান্তিতে থাকুন। দিল্লিতে যা হচ্ছে, আমার হৃদয়টা আজ খুব কাঁদছিল। আমি এসেছি শান্তির জন্য। আমার সব ভাই-বোনেরা যাতে ভালো থাকে, তাদের জন্য প্রার্থনা করার জন্য এসেছি।'

এর আগে মমতা বলেছিলেন, দিল্লিতে যা চলছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন চলছে আমি জানি না। আমরা নজর রাখছি। আমি মনে করি, সবার শান্তি বজায় রাখা দরকার। আমাদের দেশ শান্তির দেশ। মানবতার দেশ। সবাইকে নিয়ে চলার দেশ। ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত