ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৮:৪০

করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার করছে ভারতের ছত্তিশগড়ের আদিবাসীরা। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ভারতের ছত্তিশগড়ের বস্তার জেলার হ্যামলেট আদিবাসীরা তালপাতা দিয়ে মাস্ক তৈরি করেছেন। ভাইরাস আতঙ্কে তারা ঘর থেকে বের হচ্ছেন না। ২১ দিনের লকডাউন পালন করছেন তারা।

ছত্তিশগড়ে আরও দুজন করোনাভাইরাস সংক্রমিত শনাক্ত হয়েছে। তাদের একজন রায়পুরের এবং অন্যজন রাজনন্দগাঁও জেলার। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

হ্যামলেটের এক বাসিন্দা বলেন, জীবন আমাদের। সুরক্ষার দায়িত্বও প্রথম আমাদের। এ কারণে সরকার সাহায্যের অপেক্ষা বসে নেই আমরা। নিজেরাই মাস্ক বানিয়ে ব্যবহার করছি।

সমাজপতিরা বলেন, পুরো ভারত এখন লকডাউন। সরকারি সাহায্য আসতে সময় লাগতে পারে। এ কারণে নিজেদের উদ্যোগে মাস্ক বানিয়ে ব্যবহার করছেন তারা। ভারতে করোনাভাইরাসে মারা গেছে ১৮ জন এবং সংক্রমিত হয়েছে ৭২৪ জন ।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত