ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে ব্রাজিল

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে ব্রাজিল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রাশ টানা যাচ্ছে না কিছুতেই। অধিক সংখ্যক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় পুরনোকে সরিয়ে দিয়ে উঠে আসছে নতুন নতুন দেশ। এরই ধারাবাহিকতায় এবার ওয়ার্ল্ডোমিটারের করোনা পরিসংখ্যানের সর্বশেষ তালিকায় ১১ নম্বরে উঠে এলো ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এমনকি করোনার উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনের চেয়েও বেশি মানুষ মারা গেছে দেশটিতে। তবে আক্রান্তের সংখ্যা কিছুটা কিছুটা কম হওয়ায় এখনও চীনের এক ধাপ নিচে অবস্থান করছে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ হাজার ৮৩ জন মানুষ। এদের মধ্যে বুধবার সকাল থেকে এ পর্যন্ত মারা গেছেন মোট ২০ জন। ব্রাজিলে মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছিল ৫ শতাধিক মানুষ। এত বেশি সংখ্যক মানুষ মারা যাওয়ায় ওইদিনই মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায় দেশটি। চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪ হাজার ৬৩৩ জন।

তবে মৃত্যুতে চীনকে ছাড়ালেও আক্রান্তে এখনও কিছুটা পিছিয়ে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ২৩৫ জন। চীনে এ সংখ্যা ৮২ হাজার ৮৩৬ জন।

তবে ব্রাজিলে প্রতিদিন যেভাবে করোনা সংক্রামণের সংখ্যা বাড়ছে তাতে করে চীনকে ছাড়িয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। দেশটিতে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৮ জন। আর চীনে ওইদিন আক্রান্ত হয়েছেন মাত্র ৬ জন।

ব্রাজিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৪৪ জন মানুষ। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৫ হাজারের বেশি করোনা রোগী। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রাজিলে বুধবার সকালে মাত্র কয়েক ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩৩৬ জন। ফলে অচিরেই চীনকে হটিয়ে করোনা আক্রান্ত দেশগুলোর তালিকার শীর্ষ দশে উঠে আসছে ব্রাজিল, এটা অনেকটাই নিশ্চিত।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত