ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের পাওনা মেটানোর আহ্বান চীনের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৯:২৩  
আপডেট :
 ১৬ মে ২০২০, ১৯:৩০

যুক্তরাষ্ট্রকে  জাতিসংঘের পাওনা মেটানোর আহ্বান চীনের

যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের পাওনা মেটাতে আহ্বান জানিয়েছেন চীন। এনডিটিভি, দ্য হিন্দু ও শিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার এক বিবৃতিতে আহ্বান জানায় চীন। যুক্তরাষ্টের কাছে জাতিসংঘের বিভিন্ন খাতে পাওনা দাঁড়িয়েছে ২ বিলিয়ন ডলারের বেশি।

বিবৃতিতে চীন জানায়, ‘১৪ মে পর্যন্ত জাতিসংঘের সাধারণ বাজেট ও টিসকিপিং বাজেটে যুক্তরাষ্ট্রের বকেয়া আছে যথাক্রমে ১.৬৩ বিলিয়ন ডলার এবং ২.১৪ বিলিয়ন ডলার।জাতিসং!ঘের ইতিহাসের সবচেয়ে বড় দেনাদার দেশটির নাম যুক্তরাষ্ট্র।’

জাতিসংঘের বাজেটের বড় অংশই পূরণ করে যুক্তরাষ্ট্র। মোট ব্যায়ের ২২ শতাংশ বা ৩ বিলিয়ন ডলার আসে যুক্টতরাষ্ট্র থেকে। আর শান্তিরক্ষী মিশনগুলোর ২৫ শতাংশ বা ৬ বিলিয়ন ডলার দেয় দেশটি।

অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী শান্তিরক্ষা মিশনের ২৭.৫ শতাংশ খরচ দেশটির দেবার কথা। কিন্তু অতিরিক্ত ব্যায়ের নামে ট্রাম্প প্রশাসন কয়েক বছর ধরে বাজেট কাটছাট করছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত