ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

অবশেষে মুসল্লিদের জন্য খুলছে মসজিদে নববী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২০, ১২:৫৯

অবশেষে মুসল্লিদের জন্য খুলছে মসজিদে নববী

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে মসজিদে নববী। রোববার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে মহানবী (স) এর মসজিদ।

শুক্রবার মসজিদটি খোলার অনুমতি দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি গণমাধ্যমগুলোর তথ্য মতে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় কারফিউ শিথিলের অংশ হিসেবে মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদ খুলছে রোববার থেকে। এসময় ধারণক্ষমতার ৪০ শতাংশ মুসলমান অবস্থান করতে পারবেন। ফজরের নামাজ থেকে খুলবে মসজিদগুলো।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল আজিজ আল শেখ বলেন, আমরা দেখেছি, মসজিদগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমরা বর্তমানে খুব ভালো অবস্থানে রয়েছি।

করোনায় সৌদি আরবে এখন পর্যন্ত ৮১ হাজার ৭৬৬ জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৪৫৮ জন মারা গেছেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত