ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

কলকাতায় করোনার নতুন স্ট্রেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১৩:৫১

কলকাতায় করোনার নতুন স্ট্রেন

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন বা প্রজাতি এ বার ধরা পড়ল কলকাতাতেও। এক স্বাস্থ্যকর্তার ছেলের শরীরে নতুন এই প্রজাতির ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে। শহরে এই প্রথম শনাক্ত হলেন নতুন এই প্রজাতির করোনা রোগী।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে- প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজ্যের এক স্বাস্থ্যকর্তার ছেলে সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন। তিনি উপসর্গহীন ছিলেন। কিন্তু নতুন প্রজাতির এই করোনা ভাইরাস যেহেতু ব্রিটেনেই সবচেয়ে বেশি ছড়িয়েছে, তাই তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তখনই তার শরীরে নয়া প্রজাতির ভাইরাসের জীবাণুর উপস্থিতি ধরা পড়ে।

প্রায় সঙ্গে সঙ্গেই তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে ওই রোগীকে। এই ভাইরাসের চরিত্র যেহেতু এখনও প্রায় অজানা, তাই সাধারণ করোনা ওয়ার্ডে রাখা হয়নি তাকে।

কীভাবে তার চিকিৎসা শুরু করা হবে, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঠিক করছেন। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরও প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত