ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্র-ব্রিটেনের ভ্যাকসিন আমদানিতে নিষেধাজ্ঞা ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ১৮:০১  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২১, ১৮:১০

যুক্তরাষ্ট্র-ব্রিটেনের ভ্যাকসিন আমদানিতে নিষেধাজ্ঞা ইরানের
সংগৃহীত ছবি- আয়াতুল্লাহ আলী খামেনি

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে করোনার ভ্যাকসিন আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সরকারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, দেশে মার্কিন এবং ব্রিটিশ ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ। আমি কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আর এখন জনসম্মুখে বলছি।

তিনি বলেন, তাদের প্রতি আমার কোনো আস্থা নেই। কখনো কখনো তারা অন্য জাতির ওপর ভ্যাকসিন পরীক্ষা করতে চায়... যদি আমেরিকানরা একটি ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হতো, তাহলে তারা নিজেদের দেশে করোনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হতো না।

মধ্যপ্রাচ্যে করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। ইরান তাদের নিজেদের উদ্ভাবিত করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। এর আগে, দেশটির শীর্ষ পর্যায় থেকে ঘোষণ দেওয়া হয়েছিল মহামারি মোকাবিলায় নিজেদের করোনা টিকাই ব্যবহার করবে দেশটি।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ভ্যাকসিন ইরানে মহামারি নিয়ন্ত্রণে সাহায্য করবে।

আরও পড়ুন-

মার্কিন সংঘাত সুবিধা দিচ্ছে চীনকে

দাঙ্গায় নিহত নারী সাবেক মার্কিন বিমানসেনা

ঘোলা জলে ট্রাম্পের সুর বদল

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত