ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩২

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২১, ২০:০৪  
আপডেট :
 ২৬ মার্চ ২০২১, ২১:৩৩

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩২
ছবি: সংগৃহীত

মিসরে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৬৬ জন।

শুক্রবার দেশটির সোহাজ শহরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রেল কর্তৃপক্ষ বলছে, চলন্ত একটি ট্রেনের ব্রেক চেপে ধরায় সেটি থেমে যায় এবং একই দিক থেকে আসা অন্য ট্রেনটি থেমে থাকা ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনা কারা এবং কেন ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মিসরের স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষ ৩২ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রসঙ্গত, দেশটিতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০২ সালে। রাজধানী কায়রো থেকে মিসরের দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় চলন্ত ট্রেনে আগুন লেগে প্রাণ হারায় প্রায় ৩০০ মানুষ।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত