ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে জরিমানা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৯:১১

মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে জরিমানা
ফাইল ফটো

ডেল্টা বা করোনাভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আংশিক ও পুরোপুরি লকডাউন জারি করা হয়েছে। এ প্রেক্ষাপটে দেশটিতে জনগণের চলাচলের ওপর আরোপ করা হয়েছে বিধিনিষেধ। মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে।

বিশেষ করে সিডনিতে মাস্ক পরার ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। কিন্তু এ বিধি লঙ্ঘন করলেন খোদ দেশটির উপ-প্রধানমন্ত্রী বার্নবি জয়েস। এ জন্য তাকে জরিমানাও গুণতে হয়েছে।

গতকাল সোমবার তিনি গ্যাস নেওয়ার জন্য গাড়ি থামান সিডনি থেকে ৩০০ মাইল দূরের আর্মিডেলে। গাড়ি থেকে বের হয়ে তিনি গ্যাসের মূল্য পরিশোধ করতে যান। এ সময় তার মুখে মাস্ক ছিলো না। দৃশ্যটি দেখে একজন সচেতন নাগরিক হটলাইনে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। এরপর কিছুক্ষণ পরই পুলিশ এসে হাজির হয় এবং মাস্ক না পরার জন্য জয়েসকে ২০০ ডলার (অস্ট্রেলীয়) জরিমানা করে।

এ প্রসঙ্গে জয়েস স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে বলেন, ‘আমি বিমানবন্দরে যাচ্ছিলাম। আমি জ্বালানি নিতে ভুলে গিয়েছিলাম। ৩০ সেকেন্ডের ব্যাপার, যার মূল্য ২০০ ডলার দিতে হয়েছে। কারণ, আমি এটা (মাস্ক) পরিনি; এটাই জীবন।’

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত