ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

গুরুতর কোভিড রোগীর চিকিৎসায় অ্যান্টিবডির অনুমোদন হু’র

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮  
আপডেট :
 ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪

গুরুতর কোভিড রোগীর চিকিৎসায় অ্যান্টিবডির অনুমোদন হু’র
প্রতীকী ছবি

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গুরুতর শারীরিক পরিস্থিতিতে চলে যাওয়া রোগীদের ক্ষেত্রে এন্টিবডি চিকিৎসার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দুটি এন্টিবডির সমন্বয়ে এ চিকিৎসা করা হবে। শুক্রবার ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল বিএমজে-তে প্রকাশিত এক প্রতিবেদনে হু এ অনুমোদন দেয়।

গুরুতর করোনা আক্রান্তদের চিকিৎসায় মার্কিন বায়োটেক কোম্পানী রেজিনারন এ সিন্থেটিক অ্যান্টিবডি চিকিৎসার পরিচয় ঘটায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কেবল সুনির্দিষ্ট স্বাস্থ্য প্রোফাইলযুক্ত রোগীদের ক্ষেত্রে এ চিকিৎসা দেয়া যেতে পারে।

বিএমজেতে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি উচ্চ ঝুঁকিতে থাকা রোগী, যাদের পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, তারা এ অ্যান্টিবডি গ্রহন করতে পারবেন।

হু সুপারিশ করা রেজিনারনের এ অ্যান্টিবডি কোভিড-১৯এর তৃতীয় পর্যায়ের চিকিৎসা, যা কোভিডের ওষুধ হিসেবে ‘লিভিং ডব্লিউএইচও গাইডলাইন’-এর অন্তর্ভুক্ত হয়েছে।

গত জুলাই মাসে হু কোভিড ভাইরাসের কারণে রোগ প্রতিরোধ সিস্টেমের ওপর বিপদজ্জনক প্রভাব ঠেকাতে এ ধরণের ওষুধের ব্যাপারে সম্মতি জানায়।

এ ওষুধগুলো কর্টিকোস্টারয়েডের (স্টিরয়েড হরমোন গ্রুপ) সাথে মিশে কোভিডের বিরুদ্ধে ভালো কাজ করে, যা ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগীদের ব্যবহারের জন্য প্রথম সুপারিশ করেছিল।

গবেষণায় দেখা গেছে, ক্যাসিরিভিমভ ও ইমডিভিমভের (হু অনুমোদিত দুই এন্টিবডি) সমন্বয়ে চিকিৎসায় ১ হাজার করোনা রোগীদের মধ্যে অন্তত ৪৯ জনকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। একইভাবে এ দুই এন্টিবডি ব্যবহার করে কোভিডে গুরুতর অসুস্থদের মধ্যে ৮৭ জনের মৃত্যু ঠেকানো গেছে।

ক্যাসিরিভিমভ ও ইমডিভিমভ- এ দুই এন্টিবডি মনোকলোনাল হিসেবে পরিচিত, যা সার্স-কোভিড-২ এর স্পাইক প্রোটিনকে দুর্বল করে। এতে ভাইরাসের প্রভাবিত করার ক্ষমতা কমিয়ে দেয়। সূত্র: বাসস, এনডিটিভি

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত