ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মদপানের অভিযোগে মাদরাসাছাত্রীকে বেত্রাঘাত, বরখাস্ত প্রধান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১০:৫৬

মদপানের অভিযোগে মাদরাসাছাত্রীকে বেত্রাঘাত, বরখাস্ত প্রধান
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মাদরাসায় মদপানের অভিযোগে বেশ কয়েকজন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক কিশোরীকে লাঠি দিয়ে আঘাত করছেন কয়েকজন যুবক। এ সময় ওই কিশোরীর হিজাব খুলে যায়।

কয়েকজন শিক্ষার্থীর মদপানের অভিযোগ ওঠায় এমন শাস্তি দেওয়া হয় বলে জানান মাদ্রাসার শিক্ষকরা। এমন শাস্তির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই প্রতিষ্ঠানের প্রধানকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এদিকে এমন অভিযোগ অস্বীকার করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, জন্মদিনের একটি পার্টিতে তারা দই খেয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বল হয়, শিক্ষকদের নির্দেশে তাদের এ শাস্তি দিয়েছে মাদরাসার অন্য ছাত্ররা। এ ঘটনার পর মাদরাসা পরিদর্শন করেছে নাইজেরিয়ার স্থানীয় সরকার। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তারা।

এদিকে শিক্ষার্থীদের বাবা-মায়ের অনুমতি নিয়ে ও ইসলামিক আইন মেনে তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

শাস্তির ভিডিওগুলো দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অধিকাংশ নাইজেরিয়ানের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত