ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

সাইপ্রাসে করোনার নতুন ধরন ডেল্টাক্রন, ২৫ জন আক্রান্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ১৩:০২

সাইপ্রাসে করোনার নতুন ধরন ডেল্টাক্রন, ২৫ জন আক্রান্ত
প্রতীকী ছবি

করোনা ভাইরাসের আরও একটি ধরনের সন্ধান মিলেছে সাইপ্রাসে। মনে করা হচ্ছে, করোনার ভারতীয় ধরন ডেল্টা ও দক্ষিণ আফ্রিকায় নভেম্বরে শনাক্ত হওয়া ওমিক্রন মিলে এ ধরনটির সৃষ্টি হয়েছে।

নতুন এ ধরনের নামকরণ করা হয়েছে ডেল্টাক্রন। তবে এ ধরনটি নিয়ে এখনও কিছু বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মহামারি বিশেষজ্ঞদের একাংশ এটিকে নতুন ধরন বলে চিহ্নিত করার বিষয়েও সন্দিহান।

উইঅন নিউজ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ডেল্টা ও ওমিক্রন মিলে গঠিত ডেল্টাক্রনে সাইপ্রাসে অন্তত ২৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিষয়ের বিজ্ঞানী অধ্যাপক লিওন্ডিওস কোস্ত্রিকিস নতুন এ ধরন সম্পর্কে জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে কোস্ত্রিকিস বলেন, ‘বর্তমানে ওমিক্রন ও ডেল্টার যৌথ সংক্রমণ দেখা যাচ্ছে। আমরা একটি ধরন দেখেছি, যেটি এ দুই ধরনের সমন্বয়।’

পরিসংখ্যানে দেখা গেছে, নতুন এ ধরনে হাসপাতালে রোগীদের ভর্তির হার বেশি।

প্রসঙ্গত, ডেল্টাক্রন এখন পর্যন্ত স্বীকৃত কোনও নাম নয়। এর আগে ডেলমিক্রন নামেও কোথাও এর উল্লেখ করা হয়েছিল। কিন্তু সরকারিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করেনি বা একে স্বীকৃতিও দেয়নি।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত