ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

উত্তর কোরিয়ার ওপর বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৭

উত্তর কোরিয়ার ওপর বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উত্তর কোরিয়ার অস্ত্র তৈরির কর্মসূচিকে কেন্দ্র করে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নতুন বছরে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার ছয় নাগরিক, এক রুশ নাগরিক ও একটি রুশ প্রতিষ্ঠানকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, উত্তর কোরিয়া যে অস্ত্র তৈরি করছে, তার কাঁচামাল আসে চীন ও রাশিয়া থেকে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি ঠেকাতেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কালো তালিকাভূক্তও হয়েছেন।

গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জো বাইডেন। এর পর থেকে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র ইস্যুতে একাধিক আলোচনার চেষ্টা চালান। তবে এসব আলোচনা সফল হয়নি।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সংকট কূটনৈতিকভাবে তারা মোকাবেলা করতে চান।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত