ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

হ্যাকারের কবলে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার অ্যাকাউন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ১০:০৯

হ্যাকারের কবলে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত

পুনরুদ্ধার করা হয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর হ্যাক হওয়া টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট। তবে আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন এবং টুইটারে বেশ কয়েকটি রিটুইট করা হয়েছে।

সোমবার বিবিসি'র এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকের পর ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একটি ভিডিও ইউটিউব চ্যানেলে হাজির হয়।

অন্যদিকে আরেক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার হ্যাক হওয়ার পর সেখানে এনএফটি-এর সাথে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। এনএফটি মূলত বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক।

এদিকে টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নেয়া হয়েছে এবং সমস্যাটির সমাধান করা হচ্ছে। এছাড়া হ্যাক হওয়া দু’টি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত