ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

তুরস্ক ও সিরিয়াকে ৪৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে চীন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০২

তুরস্ক ও সিরিয়াকে ৪৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে চীন
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। জরুরি সহায়তা বাবদ ৪৪ লাখ ডলার দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র মাও নিং। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মাও বলেন, আমরা সিরিয়ার সরকারকে অনুরোধ করব, ৪৪ লাখ ডলারের মধ্যে ২০ লাখ ডলার যেন ক্ষতিগ্রস্ত জনগণকে নগদ সহায়তা হিসেবে দেয়া হয়। অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি সিরিয়ায় জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা পাঠানোরও পরিকল্পনা আছে আমাদের।

এদিকে তুরস্ককে ৫.৮৯ লাখ ডলারের জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। পাশাপাশি ৮২ সদস্যের একটি উদ্ধারকারী দল এবং ৪ টি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠিয়েছে দেশটি পাঠিয়েছে। এছাড়া ২০ টন মেডিকেল ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে একটি চীনা বিমানবুধবার ভোরের দিকে তুরস্কের আদানা বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

উল্লেখ্য, সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে মারা গেছে ৮৭৫৪ জন। অন্যদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সিরিয়ায় ২৪৭০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ২৪২ জন।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এর আগে, ১৯৯৯ সালে এ হওয়া হওয়া সমমাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিলেন ১৭ হাজার মানুষ।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত