ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ফিলিস্তিনে বিমান হামলা: নিহত ২, আহত ১২

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ০৯:২৯  
আপডেট :
 ১৫ জুলাই ২০১৮, ০৯:৩০

ফিলিস্তিনে বিমান হামলা: নিহত ২, আহত ১২

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের ২ কিশোর নিহত হয়েছে। হামলায় আহত হয় আরো ১২ জন। শনিবার (১৪ জুলাই) পশ্চিম গাজার আল-কুতাইবা নামক স্থানে হামলাটি চালানো হয়। নিহত দুই কিশোরের নাম আমির-আল নিমারি (১৫) ও লুয়ে কাহিল (১৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি পরিত্যক্ত বাসভবনে খেলছিলো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়। ২০১৪ সালের পর প্রকাশ্যে দিবালোকে এটিই সবচেয়ে বড় ধরনের হামলা।

ইসরায়েলি সামরিক দপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় গাজা থেকে ইসরায়েলে ৯০ টির বেশি রকেট ও মর্টার সেল ছোড়া হয়। সেসব হামলায় অল্প কিছু ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। জবাবে, সন্দেহজনক একটি দালানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে সতর্ক করা হয়েছে।

এদিকে, মিশর ও কয়েকটি আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় ইসরায়েলের সাথে একটি যুদ্ধ বিরতি প্রস্তাব কার্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোন মন্তব্য করা হয়নি।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত