ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

মেক্সিকো-গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকো-গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকো ও গুয়েতেমালায় শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। এছাড়া অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে।

মেক্সিকোর জাতীয় ভূমিকম্প সংস্থা জানিয়েছে, দেশটির চাইপাস রাজ্যের সিউদাদ হিদালগো থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেক্সিকো-গুয়েতেমালা সীমান্তের কাছে ৬২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬ দশমিক ৫।

গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে ভূমিধসে তিনটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে তিনজন সামান্য আহত হয়েছেন।

ভূমিকম্পটির উত্পত্তিস্থল থেকে বহুদূরে এল সালভাদোর ও মেক্সিকো সিটিতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

মেক্সিকোর রাজধানী থেকে ভূমিকম্পন স্থলটির অবস্থান ১ হাজার ২শ’ কিলোমিটার দূরে। এ সময় উঁচু ভবনগুলোতে কম্পন অনুভূত হয় এবং হাজার হাজার আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত