ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মার্চে পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মার্চে পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী মার্চের শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে, মার্চে ব্রেক্সিট চুক্তি পাস হয়ে হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন।

থেরেসা মে’র ঘনিষ্ঠজনেরাও বলছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করার জন্য প্রস্তুত। তবে প্রতিদ্বন্দ্বী বরিস জনসনকে ঠেকানোর জন্য তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আগামী ২৯ মার্চ ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

গত মাসে ব্রিটিশ পার্লমেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ঐতিহাসিক পরাজয়ের পর থেরেসা মে বেলেছিলেন, তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

প্রধানমন্ত্রী মে’র বন্ধু লিয়াম ফক্সের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র ‘ডেইলি সান’পত্রিকাকে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী লিয়াম মনে করেন ২৯ মার্চের পরপরই পদত্যাগ করবেন থেরেসা মে।

লিয়াম বলেন, প্রধানমন্ত্রী তাকে যেসব কথা বলেছে তাতে তার পদত্যাগের সম্ভাবনা পরিষ্কার হয়েছে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেন নি থেরেসা মে।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত