ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জম্মু–কাশ্মীরে কেউ অস্ত্র তুলে নিলেই গুলি

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

জম্মু–কাশ্মীরে কেউ অস্ত্র তুলে নিলেই গুলি

ভারতের জম্মু–কাশ্মীরে কেউ দেশের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিলেই তাকে সঙ্গে সঙ্গে গুলি করা হবে। পুলওয়ামা হামলার পর মঙ্গলবার এই ভাষাতেই কড়া বার্তা দিলো ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর রাজ্য পুলিশের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়।

সেই সম্মেলনে সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎ সিং ধিল্লোঁ বলেন, পুলওয়ামা হামলার ১০০ ঘণ্টার মধ্যেই পাকিস্তান থেকে পরিচালিত জইশ-ই-মোহম্মদকে উপত্যকার মাটি থেকে সম্পূর্ণ উপড়ে ফেলা হয়েছে। এরপর যে কেউ হাতে অস্ত্র তুলবে তাকেই গুলি করে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

তিনি বলেন, যারা হাতে অস্ত্র তুলে নেবে তাদের ক্ষেত্রে সন্দেহ নেই যে তাদের পিছনে পাকিস্তানি সেনা আর আইএসআই জড়িত। কাশ্মীরের মায়েদের কাছে অনুরোধ করবো, যে সমস্ত সন্তানরা বিপথগামী হয়ে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের মূলস্রোতে ফিরিয়ে আনুন। সন্তানদের বোঝান তারা যেন অবিলম্বে সন্ত্রাসবাদের পথ ছেড়ে আত্মসমর্পণ করে। তাহলে সামাজিক সুরক্ষা মিলবে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত