ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

হাসপাতালের টয়লেট থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৩:০৫

হাসপাতালের টয়লেট থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের একটি সরকারি হাসপাতালের টয়লেট থেকে এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোগীর রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

শনিবার ভারতের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই রোগী হাসপাতালের স্নায়ু বিভাগে চিকিৎসারত ছিলেন।

হাসপাতাল সূত্র বলছে, এদিন ভোর রাত থেকেই নিখোঁজ ছিলেন অম্বরিশ দে নামে বছর ৫৮-র ওই ব্যক্তি। এরপর টয়লেটে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায় হাসপাতালের কর্তব্যরত কর্মীরা। তারপর পুলিশকে খবর দিলে পুলিশে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মৃতের ছেলে অভিযোগ, কেবিনে ৫-৬ জন রোগী একসঙ্গে থাকা সত্ত্বেও একজন রোগী কীভাবে নিখোঁজ হয়ে যায়। এই সময়ে কোথায় ছিলেন কর্তব্যরত কর্মীরা।

নিহতের পরিবার বলছে, গত ২৬ জুন সেরিব্রাল অ্যাটাকের পর বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের স্নায়ু বিভাগে ভর্তি হন তিনি। আজই তাকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা ছিল। তবে তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটল।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত