ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নিষেধাজ্ঞা না তুললে কোনো আলোচনা নয়: রুহানি

নিষেধাজ্ঞা না তুললে কোনো আলোচনা নয়: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনার সম্ভবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ইরানের ওপর থেকে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল দু’ দেশের মধ্যে আলোচনা সম্ভব।

প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের জানান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তাদের সঙ্গে তেহরানের কোনো আলোচনা হতে পারে না।

এসময় তিনি বলেন, অনেক নিষেধাজ্ঞার মাঝেও আমরা চুক্তি সম্পাদন করেছিলাম, তবে আর নয়।

মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা বন্ধ করুন, প্রতিশ্রুতি রাখুন, তবেই আলোচনা শুরু হতে পারে।’

তিনি আরে বলেন, এক বছর ধরে আমরা প্রতিটি প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।

প্রসঙ্গত, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ছয় জাতির পরমাণু চুক্তির পর ২০১৬ সালে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিলো। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসার পর তেহরানের ওপরেএকের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র যার প্রভাব পড়েছে দেশটির শিল্প ও ব্যাংক খাতে। যুক্তরাষ্ট্র এখন ইরানের তেল শিল্পকে লক্ষ্য করে নুতন নুতন নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত