প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪১
হাইকোর্টে পিপলস লিজিংয়ের ঋণখেলাপিরা
পি কে হালদার সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ঋণখেলাপিরা হাজিরা দেয়ার জন্য আদালতে আসতে শুরু করেছেন।
|আরো খবর
মঙ্গলবার সকালে তাদের হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে উপস্থিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী আদালতে হাজির হচ্ছেন তারা।
ঋণখেলাপিদের পক্ষের আইনজীবী গাজী মোস্তাক আহমেদ বলেন, ‘শুনানি শেষে এ ব্যাপারে বিস্তারিত বলব।’
অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিংয়ের সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিকুইডেটর) মো. আসাদুজ্জামান খানের দেয়া এ সংক্রান্ত তালিকা দেখে আদালত গত ২১ জানুয়ারি মোট ২৮০ জনকে তলব করেছিলেন। তাদের মধ্যে অর্ধেক সংখ্যকের আজ আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
সশরীরে আদালতে হাজির হওয়ার পাশাপাশি এই ২৮০ জনকে ঋণখেলাপি হওয়ার কারণ দর্শাতেও বলেছিলেন আদালত।
গত ২১ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
বাংলাদেশ জার্নাল/কেআই