ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

মুখের ময়লা কিভাবে দূর করবেন?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৫:৫৯

মুখের ময়লা কিভাবে দূর করবেন?

বাইরের ধূলাবালিতে আমাদের ত্বকে ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে যায়। এতে ত্বক যেমন কালচে দেখায়, তেমনি ব্রণসহ নানা ধরনের সমস্যাও দেখা যায়। আজ জেনে নিন ময়লা কিভাবে পরিস্কার করবেন।

মধু

আধা কাপ অপরিশোধিত মধুর সঙ্গে ৩ টেবিল চামচ কমলার রস মেশান। ১ চা চামচ মোটা দানার লবণ মিশিয়ে নিন। এবার ফেসপ্যাকটি ঘষে ঘষে লাগান ত্বকে। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি ১ টেবিল চামচ গ্রিন টি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ চিনি মেশান। মিশ্রণটি ত্বকে ২ মিনিট ম্যাসাজ করুন। ধীরে ধীরে করবেন ম্যাসাজ। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

দারুচিনি ও অ্যালোভেরা ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১/৪ কাপ অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

হলুদ ১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি ত্বকে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ফেসওয়াশের সাহায্যে ধুয়ে ফেলুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত