ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ঠোঁটের চারপাশের দাগ দূর হবে যেভাবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১৬:০৯

ঠোঁটের চারপাশের দাগ দূর হবে যেভাবে

মুখে কালো দাগ হওয়াকে বলে পিগমেন্টেশন। তবে ঠোঁটের চারপাশেরও এমন কালো দাগ হতে পারে। এই দাগ হওয়ার অন্যতম কারণ হলো শরীরে টক্সিন শরীর থেকে বের না হওয়া। পর্যাপ্ত পানি পান না করলে এমনটা হয়। এছাড়া হরমোনের তারতম্য বা সূর্যের অতিবেগুনি রশ্নির প্রভাবে এটি হয়ে থাকে। তবে ঘরোয়া কিছু প্যাকের মাধ্যমেই দাগ দূর করতে পারেন।

১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ টক দইয়ের মিশ্রণ।

১ টেবিল চামচ দুধ ১ টেবিল চামচ বেসন ও ১ চা চামচ হলুদের মিশ্রণ।

১ টেবিল চামচ ওটমিল, ১ টেবিল চামচ টমেটো রস ও ১ টেবিল চামচ টক দইয়ের মিশ্রণ।

১ টেবিল চামচ আনারস, ১ টেবিল চামচ লেবুর রস ও ১/২ টেবিল চামচ আমন্ড এর মিশ্রণ।

১ টেবিল চামচ ওটমিল ও ১ টেবিল চামচ দুধের মিশ্রণ।

১ টেবিল চামচ শসার রস ১ টেবিল চামচ টমেটোর রস, ১/২ টেবিল চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ যষ্টি মধুর গুঁড়োর মিশ্রণ।

ব্যবহার বিধি

উপরে প্যাকগুলোর যে কোনো একটি লাগাতে পারেন। প্যাক লাগানোর আগে ত্বকের ধরণ অনুযায়ী কালো অংশে স্ক্রাবার লাগিয়ে স্ক্রাবিং করে নিন। এরপর মুখ ধুয়ে যেকোন ১টি প্যাক লাগিয়ে রাখুন শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই দিন রাতে ব্যবহার করুন। ধীরে ধীরে দাগ হালকা হতে শুরু করবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত