ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

নীলা হারুন’র কবিতা ‘ইনসাফ’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২১, ২০:০১

নীলা হারুন’র কবিতা ‘ইনসাফ’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ওইখানে যাবেন না, হুজুর।

আমরা ওদের ঈশ্বরকে গুঁড়ো করে দিয়েছি।

-ওদের ঈশ্বর কি থাকে

ভাতের হাঁড়িতে, দাওয়ার হুঁকায়?

ওইখানে যাবেন না, হুজুর।

-বিছানো কাঁটা তুলে তুলে,

হাসিমুখে কাফির বুড়ির সেবা করেছিলেন আমার রাসূল (স:)।

আমি কেন মানবো না তাঁর সুন্নত?

ওরা আমাদের ইলাহকে মানে না, হুজুর।

-সে তো ইলাহ আর বান্দার ব্যাপার।

তোমরা কি শুনোনি?

মজলুম কাফের হলেও তার আর্তনাদ আরশে পৌঁছায়?

পুনশ্চ: বাংলাদেশ এর সাথে অন্য দেশের পার্থক্য এই যে, এখানে সংখ্যালঘুদের উপর হামলা হলে আমরা তার প্রতিবাদ জানাই। ভারতীয় হিন্দু, মায়ানমারের বৌদ্ধ কিংবা ইসরায়েলি ইহুদীদের মত মুখে কুলুপ এঁটে বসে থাকি না। তবে মুসলিমরা হামলার শিকার হলে অন্য কারো সহানুভূতি কেন যেন পান না।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত