ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

অনুগল্প : আনন্দাশ্রু

  জাহিদুল কবির রিটন

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৩:১৪  
আপডেট :
 ১৪ নভেম্বর ২০১৯, ১৩:২২

অনুগল্প : আনন্দাশ্রু

এ্যাই, পেছনে উঠ্ !

না !

চার-পাঁচবার একই বাক্য ছোড়াছুড়ির পর প্রিন্স মোটর সাইকেল থেকে নেমেই চড়-থাপ্পড় মারতে লাগলো বর্ষাকে।

শাসনের পর বাধ্য চাকরের মতো বর্ষা মোটর সাইকেলে উঠে বসলো। যদিও দৃশ্যত: প্রিন্স টেনে বর্ষাকে নিয়ে গেছে, কিন্তু এই টানাটানি না হলেও প্রিন্সের সাথে যাওয়া ছাড়া বর্ষার কোন গত্যন্তর নেই।

অন্য জায়গা থেকে পড়ালেখা করতে এসে অনুগত ক্ষমতাধর প্রিন্সদের লালসার শিকার হতে হয় বর্ষাদেরকে।

প্রায় প্রত্যেকেরই আটকে যাওয়ার পেছনে কোন একটা প্ররোচনা থাকে। বর্ষার ক্ষেত্রে লাভলী।

এই লাভলীই তাকে প্রিন্সের বিছানায় ফেলে দিয়েছিল।

ছাত্রীনিবাসে ঘুম থেকে জেগেই ছাত্রনেতা নামধারী সন্ত্রাসী প্রিন্স কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে শুনে আনন্দাশ্রুতে ভেসে যাচ্ছে বর্ষার দু’চোখ, সাথে আরো অনেকের।

  • সর্বশেষ
  • পঠিত