ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

২৪ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ০৯:৫২

২৪ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

২৪ অক্টোবর ২০২০,শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১২৬০ সালের এই দিনে মিশরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয মৃত্যুবরণ করেন।

১৫৩৭ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর মৃত্যুবরণ করেন।

১৬০৫ সালের এই দিনে মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।

১৬৩২ সালের এই দিনে অণুবীক্ষণ যন্ত্রের ডাচ উদ্ভাবক আন্তোনি ফান লিউয়েন হুক জন্মগ্রহণ করেন।

১৬৪৮ সালের এই দিনে জার্মানির মুনস্টার শহরে রোমক সম্রাট, ফ্রান্স ও মিত্র রাষ্ট্র্রগুলোর মধ্যে ত্রিশ বছর যুদ্ধের পর ঐতিহাসিক ‘ভেস্টফালিয়া চুক্তি’ স্বাক্ষরিত হয়।

১৭৭৫ সালের এই দিনে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর জন্মগ্রহণ করেন।

১৭৯৫ সালের এই দিনে পোল্যান্ডকে বিভক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয় এবং রাশিয়া, অষ্ট্রিয়া ও প্রুশিয়া পোল্যান্ডকে ভাগ করে নেয়।

১৮৫১ সালের এই দিনে কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।

১৮৬১ সালের এই দিনে বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।

১৮৯৪ সালের এই দিনে বাঙ্গালী লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৮৯৯ সালের এই দিনে আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি ফেরহাত আব্বাস জন্মগ্রহন করেন।

১৯০১ সালের এই দিনে এ্যানি এডিসন টেইলর একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রাত পার হন।

১৯০৬ সালের এই দিনে রাশিয়ান গণিতবীদ আলেকজান্ডার জেলফন্ড জন্মগ্রহন করেন।

১৯১২ সালের এই দিনে প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।

১৯২৬ সালের এই দিনে উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়।

১৯৩১ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন ব্রীজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।

১৯৩২ সালের এই দিনে নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল জন্মগ্রহণ করেন।

১৯৩৯ সালের এই দিনে বাংলাদেশের প্রথিতযশা ও জনপ্রিয় আলোকচিত্রশিল্পী রশীদ তালুকদার জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হিসাবে প্রথম জাতিসংঘ এর কার্যক্রম শুরু হয়।

১৯৪৬ সালের এই দিনে ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।

১৯৫০ সালের এই দিনে চিকিৎসাবিজ্ঞানী কুমুদরঞ্জন রায় মৃত্যুবরণ করেন।

১৯৫০ সালের এই দিনে রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মৃত্যুবরণ করেন।

১৯৫৮ সালের এই দিনে ইংরেজি দার্শনিক জর্জ এডওয়ার্ড “জি” মুর মৃত্যুবরণ করেন।

১৯৬০ সালের এই দিনে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়।

১৯৬৪ সালের এই দিনে আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৮ সালের এই দিনে বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান জন্মগ্রহন করেন।

১৯৭১ সালের এই দিনে ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।

১৯৭৬ সালের এই দিনে ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরওয়াত জন্মগ্রহণ করেন।

১৯৮০ সালের এই দিনে ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশী লোক গ্রেফতার হয়।

১৯৮৪ সালের এই দিনে কলকাতা মেট্রো চালু হয়।

১৯৮৫ সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়ার ওয়েন রুনী জন্মগ্রহণ করেন।

১৯৮৬ সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়ার জন রুডি জন্মগ্রহণ করেন।

১৯৯৫ সালের এই দিনে বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।

১৯৯৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে।

১৯৯৮ সালের এই দিনে ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।

২০০১ সালের এই দিনে জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া মৃত্যুবরণ করেন।

২০১৩ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত