ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সততার রাণী ডা. দীপু মনি

  মোহাম্মদ ইলিয়াছ

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ১৯:০৩

সততার রাণী ডা. দীপু মনি
ছবি- সংগৃহীত

সততার সুশোভিত শিশিরবিন্দু আলো নিয়ে জন্মেছে এক বৈপ্লবিক রাণী;

রয়েছে যার সততার অমূল্য ধন, মানুষের জন্য নিবেদিত প্রাণ।

সত্যের জন্য করেছে জীবন বিলীন, এ দেহে আছে যত দিন তার প্রাণ, সত্যের জন্য লড়াই করবে এটিই তাঁর কবিতা ও গান,

তিনি করেছেন এমন জীবন গঠন, মরণের পরে সকলে অকাতরে করবে স্মরণ।।।

দুর্নীতি নাশের তার রয়েছে উত্তপ্ত আগুন।

সততার হৃদয়েতে করে ধারণ,

শান্তি সুখ তাঁরে এসে,করে যে বরণ।

কাজে কর্মে রয়েছে তাঁর সততার ছোঁয়া, আত্মবিশ্বাসের পাহাড়, কভু ফিরে তাকাতে হয় না নিন্দুকের অশোভন বাঁধায়।।।।।

পর্বত শিখর নবোদয় সততার কাছে, পদাবনত হয়েছে মিথ্যার সকল ইন্দ্রজাল।

সত্য মিথ্যার দ্বন্ধের মাঝে,

সত্যের জয় সদা হয়।।।।

মিথ্যার সাথে চলতে গেলে জীবন হয় বিপন্ন, সততাই হোক আপনার জীবনের স্বপ্ন

এই আমাদের ঐকান্তিক কাম্য। তিনি আর কেউ নন,মেঘনা পাড়ের রাণী আমাদের সকলের চোখের মণি

স্বর্গে গেলেও তিনি হবেন শিক্ষামন্ত্রী আমাদের দীপু মনি।।।।।।।

লেখক- ৩১তম বিসিএস (সাধারণ শিক্ষা)

বাংলাদেশ জার্নাল/একে/এমজে

  • সর্বশেষ
  • পঠিত