ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি : গরমে নাকাল জনজীবন

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১৭ মে ২০২২, ১৯:২৮  
আপডেট :
 ১৭ মে ২০২২, ১৯:৪১

ফটোস্টোরি : গরমে নাকাল জনজীবন
ছবি: নিজস্ব

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিদিন প্রখর তাপ আর ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে পড়ছে জনজীবন।

ঘরে বাইরে কোথাও স্বস্তিতে পাচ্ছে না মানুষ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, জ্বরসহ নানা রোগব্যাধিতে।

কাঠফাটা রোদে হাঁপিয়ে উঠেছে রাজধানীর সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষ।

প্রচণ্ড গরমে রিকশাচালকদের বেশির ভাগই সকাল থেকে বেলা ১২টা এবং বিকেলে সূর্যের তাপ কমার পর রাত্র পর্যন্ত সময়ে রিকশা নিয়ে রাস্তায় বের হচ্ছে।

নিম্ন আয়ের মানুষ রিকশাভ্যানে পানির ফিল্টার মেশিন বসিয়ে লেবু ও বেলের শরবত বিক্রি করছে রাস্তায়।

গরমে ক্লান্ত পথচারীরা ৫ থেকে ১০টাকার বিনিময়ে ফুটপাত থেকে ডাব, তরমুজ অথবা লেবুর শরবত কিনে তৃষ্ণা মেটাচ্ছেন।

কেউ কেউ লেক বা নদীর ময়লা পানিতে গোসল করছে। কেউ আবার পার্কের গাছের নিচে শুয়ে আছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত