ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শওকত জামানের কবিতা ‘ভালো আছি আমি’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৮:৫৬

শওকত জামানের কবিতা ‘ভালো আছি আমি’
শওকত জামান

জীবন ঘড়ির টিকটিক শব্দে

বয়ে যায় জীবনের নদী,

জন্মমৃত্যুর মাঝখানে।

কত কথা, হাসি, কান্না বেদনায়

জীবনের গল্প এগিয়ে যায়।

সুখের আড়ালে কষ্টগুলো

উড়িয়ে দিয়েছে স্বপ্নের পিঠে

সুখ পাখিটা।

ভালো থাকার অভিনয়ে

কাহিনী লিখতে বসেছে

চিত্র নাট্যকার।

জীবনের খেরো খাতায়,

ভাগ্যদাতার জলচ্ছবি

ফুটিয়ে তুলেছে ধীরে।

বেশ আছি, ভাল আছি?

শত বাধাবিঘ্ন পেরিয়ে

নতুন উদ্যমে জেগে উঠলে

ঘিরে ধরে দুঃখবেদনারা হাতে হাত ধরে।

তবু কষ্টমাখা জীবনেও বলি, বেশ আছি ভাল আছি।

ফেলা আসা দিনগুলোর আনন্দময়তা

অর্থহীন হয়ে আজ সাদাকালোর ফোকাস।

রঙিনের বেশের লোকোচুরিতে

ভালবাসার প্রকাশ।

এইতো জীবন, জীবনের বহমান ধারা।

এই আছি, বেশ আছি

আনন্দের পেয়ালায় বিমর্ষ মনের

চোখ বেয়ে নোনাজল

গত হাটে বিবেক হয়েছে বিক্রি,

আবেগের নেই খোঁজ।

মন্দেরা ভালোর মোড়কে

উঠেছে কানার হাটবাজারে।

বোকারা সদাই কিনে যাচ্ছে ধোঁকার বাড়ি।

বোকা সেজেও বলছি,

এই আছি, বেশ আছি।

রংধনুর সাত রংয়ের মতো

ভেসে থাকা জীবন

মেঘের ভেলায় ডুবে যায়।

ভাসাডোবার খেলায়

গোল্লাছুট খেলছে বিধাতা।

চাবুকের আঘাতেও বলছি,

এই আছি বেশ আছি।

বয়ে বেড়ানো জীবনে

দুরবিনেও দেখা মিলেনি

জীবনেরও রং।

কেমন আছেন?

ভাল আছি বলি,

মেকি হাসিতে

ভাল থাকা বুঝানোর অভিনয়ে

অভিনয় করছি নিত্যদিন জীবনে

জগতসংসারের খেলায়

সং সেজে বলছি আমি,

বেশ আছি! ভালো আছি

আসলে কি ভালো আছি আমি?

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত