ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নদীরাও কষ্ট পায়

  রানা মাসুদ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ১৬:০৫

নদীরাও কষ্ট পায়

নদীরাও কষ্ট পায়

তাদের আছে আমাদের মত মন

নদীরাও শোকে কাতর হয়ে

যখন হারিয়ে যায় তাদের আপনজন

নদীরাও প্রেম খুঁজতে

অবিরাম ছুটে চলে সাগরে হারায়

পথের মাঝে অন্য নদীকে পেলে

ভালবেসে তাদের শরীরের মিলন হয় মোহনায়

তারাও গর্ভে ধারন করে

-প্রসব করে নবজাতক শিশু

খাল-বিল, হাওর বাওর

নদনদীর মিলনের ফসল এই সব কিছু

নদীদের রাগ আছে

আছে অভিমান

রাগে যখন ফুসে ঊঠে

উত্তাল নদী কেড়ে নেয়

কত মানুষের প্রান

নদীরাও চোখে কাজল-কপালে টিপ দিয়ে

সাজে ঘন বর্ষায়

শ্রাবণে যৌবন ফিরে পেয়ে

নদী জাগে কামনায়

কখন ও বার্ধক্য আসে

বুকে জাগে চর

কুল ভাঙ্গার মত

তাহার-ও ভাঙ্গে ঘর

আমার বুকে

বয়ে চলেছে এক নদী

আবহমান কাল থেকে

আজ অব্দি

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত