ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পদক

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২৭ মে ২০২৩, ১৮:০০

পদক
লেখক: রাজীব কুমার দাশ। ফাইল ছবি

কবির হইল কত কত শখ লইতে হইবে পদক

ঘাস ফুল ঝিঙে ফুল লিখিয়া কত শত ছেঁড়া ভুলভাল গল্প বলিয়া পদক পাইতে মরিয়া কাড়াকাড়ি মনে মারামারি করিয়া

হাত পা টেপাটেপি কদমবুসি করিয়া

জুতা গাড়ি স্যাণ্ডেল সাফসুতরো

করিয়া

সমীপে পা ধরিয়া মালপানি ছাড়িয়া চামচাগিরি করিয়া যেন তেন করিয়া লইতে হইবে পদক

পদক তো নয় যেন চলিতেছে ধামাধরা বিবেক লুটের সার্কাস মহোৎসব।

পুলিশ কবি, কলম কবি, কোর্ট কবি বিবেক কবি, রাস্ট্র কবি, সেবা কবির দুই চোখে যেন রাজ্য সুখের ঘুম;

ট্রাক কবি,মাছ কবি, চাল কবি, ডাল কবি, মাংস কবি পেঁয়াজ কবি, কসাই কবি, মুদি কবি, কৃষক কবি -

চাওয়া পাওয়া বিজ্ঞাপনে

বলিলেন-

আমরা কী ই বা এমন দোষ করিলাম?

ছিনাইয়া লইব পদক এক কথা এক দাবী

এক ছবক

দিব রূঢ় রুধির বিজ্ঞাপন মারিব বজ্রমুষ্ঠি

উদ্ধার করিব-

পদক পদ পদবীর চৌদ্দগোষ্ঠী

শালারা যাইবি কই পালাইয়া

যাইবি কোথায়?

ভদ্রবেশী ছদ্মবেশী ম্যান্সরিয়া অপরাধী

দুমুখো লকলকে বিষাক্ত জাত

গোখরো স্তাবক বেশ্যা দল!

বার বার দেশটার বারোটা তেরোটা বাজাইয়া

সহজ-সরল সোনার বাপটারে পঁচাত্তরে

মারিয়া বিন্দুমাত্র তোদের হয়নি

বোধের পরাজয় শিক্ষা?

তোরা বাটপার স্তাবক বেশ্যা ভণ্ডতম

ধান্ধাবাজ ধাপ্পাবাজ চালবাজ গল্পবাজ

ভণ্ডতম জাতীয় কবি ঈমানী

আগামী ইতিহাসের বেঈমানী

দুই গালে জুতা মারিব তালে তালে

মারিব বজ্রমুষ্ঠি কিল ঘুষি

ছাপিয়ে দিবো সংবাদের অন্তরে অন্তরে

চড় থাপ্পড় লাথি;

হাঁকিব দেশটারে অনেক ভালোবাসি।

তোরা ইচ্ছেদাস মনোদাস দলদাস

ভণ্ড প্রতারক জাতীয় বেঈমান স্তাবক বেশ্যাদল;

কাছে আয় -

দুইচোখে এইবার দেখি

দেখি তোদের হিস-হিস হিংসা লকলকে জিহ্বা

দেখি খসখসে সাদা নীল কালো বহুরূপী খসখসে ত্বক

দেখি একমনে বহুমনের খামার বাড়ি;

কেড়ে নিব-

মিছরির ছুরি বাগান বাড়ি মাছের খামার

বহুতল দালান

চারিদিকের বিঘা একর জমি।

কাছে আয়ঃ

জাতির পিতার চোখে এইবার চিনেছি তোমায়

প্রতারণ সময় চোখে পদক সুবিধাবাদী বেশ্যাদল -

আছে আয়।

পাছায় বাঁশ হাতে হারিকেন ধরিয়ে দিতে রাস্তায় দাঁড়িয়ে আছি ঠাঁই

পদক নিয়ে পালাবি কোথায়?

২৭ মে ২০২৩

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত