ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ফেসবুকে দাবি

বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব ভাতা!

  স্যোশাল মিডিয়া ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৩

বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব ভাতা!

কিছুদিন আগে খবর রটেছিলো বিদ্যমান সরকারি ব্যাংক অ্যাকাউন্টে নই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বেতন পাওয়ার বিষয়টি সার্বিকভাবে দ্রুত, সহজ ও ব্যাংক থেকে টাকা তোলার ঝামেলা এড়াতেই এমন পরিকল্পনা হাতে নিয়েছিলো সরকার। কিন্তু এখন আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

মোবাইল ব্যাংকিংয়ে বেতন দেয়ার খবর প্রকাশ হলে অনেক শিক্ষক ফেসবুকের বিভিন্ন গ্রুপে ক্ষোভ ঝেড়ে স্ট্যাটাস দিয়েছেন। আবার অনেক শিক্ষক নিজস্ব মতামত উপস্থাপন করেছেন।

তেমনি একজন শিক্ষক জহুরুল ইসলাম সরকার। তিনি ফেসবুকে লিখেন, ‘মোবাইল ব্যাংকিং-এ অতিরিক্ত ২০০ কোটি টাকা খরচ না করে নন এমপিও শিক্ষকদের বেতনসহ বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব ভাতা দিয়ে দিন..’।

তার এই স্ট্যাটাসে অনেক শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনা-সমালোচনা করেছেন। আবার অনেকে বাহবাও দিয়েছেন সমর্থন করে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত